দোয়ারাবাজারে কিশোর কন্ঠের কুইজ প্রতিযোগীতা সম্পন্ন

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

দোয়ারাবাজারে কিশোর কন্ঠের কুইজ প্রতিযোগীতা সম্পন্ন

সুনামগঞ্জ (দোয়ারাবাজার) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখা।

শনিবার (১৩ আগষ্ট) উপজেলার নরসিংপুর ইউনিয়নে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মোজাহিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফোরামের জেলা শাখার অর্থ ও সাহিত্য সম্পাদক ইসমাঈল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন- ফোরামের উপজেলা সেক্রেটারি সফর আলী, নরসিংপুর ইউনিয়ন পরিচালক দ্বীন ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক আতাউর রহমান, আলমদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, চেরাগ আলী, ফোরামের নরসিংপুর ইউনিয়ন শাখার সাবেক পরিচালক তোফাজ্জল হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসমাঈল হোসাইন বলেন, “তরুণদের জীবনে সফলতা আনতে কিশোরকন্ঠ পত্রিকা অপরিহার্য। ইতিহাসে পৃথিবীর সফল মানুষদের চর্চার অন্যতম বিষয় ছিলো বই। বই আমাদের চিন্তার দ্বার উন্মুক্ত করে দেয়। একজন আদর্শ শিক্ষার্থীকে কিশোরকন্ঠের পাশাপাশি আরো বিভিন্ন বই পড়তে হবে। জানার আগ্রহ বাড়াতে হবে। যে জাতির শিক্ষার হার বেশি, সে জাতির উন্নয়নের অগ্রযাত্রাও তত বেশি।”

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ