গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে : হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে : হুইপ ইকবালুর রহিম

গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে : হুইপ ইকবালুর রহিম

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ করোনা ও কল্যাণ অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বর্তমান শেখ হাসিনা সরকার গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা আজ স্বাধীনভাবে কাজ করছে।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ করোনা ও কল্যাণ অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেত না। সাংবাদিকদের কল্যাণে এগিয়ে আসেনি তারা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে তাদের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই কল্যাণ ট্রাস্ট থেকে অসুস্থ সাংবাদিক ও অসহায় সংবাদকর্মীদের অব্যাহতভাবে সহযোগিতা করা হচ্ছে। এটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার একটি দিক। সরকার সাংবাদিকদের আবাসন সুবিধা প্রদানের দিকেও নজর দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এর মধ্যে সাংবাদিকরাও বাদ যাবে না।’

অনুষ্ঠানে মোট ৯৩জন সাংবাদিকের মাঝে ১৫ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জনকে ৮ লাখ এবং ৭৯ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সাংবাদিক এমদাদুল হক মিলন প্রমুখ।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ