সিলেটে অভিজিৎ স্মরণে আলোক প্রজ্বলন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

সিলেটে অভিজিৎ স্মরণে আলোক প্রজ্বলন

সিলনিউজ ডেস্ক:: বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় স্মরণে সিলেটে আলোক প্রজ্বলন করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোক প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় অমর একুশে বইমেলা চলাকালে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে লেখক অভিজিৎ রায়কে। হত্যাকাণ্ডের ৭ বছর পূর্তিতে এই লেখকের স্মরণে আলোক প্রজ্বলনের আয়োজন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘বিজ্ঞানভিত্তিক লেখালেখির কারণে অভিজিৎ রায়কে খুন করা হয়েছে। উগ্রবাদীরা চাপাতির কুপে তার লেখালেখি, তার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে। অভিজিৎসহ আরও অনেক লেখককে এভাবে হত্যা করা হয়েছে।’

বক্তারা বলেন, ‘আজকের দিনে দেশে উগ্রবাদী গোষ্ঠির কার্যক্রম কিছুটা ম্রিয়মাণ হয়ে আসলেও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। বরং উগ্রবাদের চর্চা আরও ছড়িয়ে পড়েছে। এখন সরকারই মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। মত প্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষজনকে গ্রেপ্তার করেছে।

গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবুর সঞ্চালনায় বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির, লেখক শামসুল আমিন, মাহবুব রাসেল, আবিদ ফয়সাল, চারণ সিলেটের সংগঠক নাজিকুল ইসলাম রানা, বিনয় ভদ্র, সংগঠক ধ্রুব গৌতম, অপু কুমার দাস, তমিস্রা তিথি, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দীপংকর সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

এবিএ/২৬ ফেব্রুয়ারী

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ