সীমান্তে উত্তেজনা, রাশিয়ায় বৈঠক চীন-ভারতের

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

সীমান্তে উত্তেজনা, রাশিয়ায় বৈঠক চীন-ভারতের

অনলাইন ডেস্ক :
সীমান্তে ব্যাপক উত্তেজনার মধ্যেই মস্কোয় বৃহস্পতিবার আবারও ভারত ও চীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন ভারতীয় ও চীনা পররাষ্ট্রমন্ত্রী। উত্তেজনা কমাতে এই বৈঠক ঘিরে আশা প্রকাশ করা হচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্যোগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন।

গালওয়ানে সহিংসতার পর রাশিয়ার হস্তক্ষেপেই প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা হয়েছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে আরও জটিল হয়ে যায়।

প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তকে কেন্দ্র করে বর্তমানে ভারত-চীন দ্বন্দ্ব চরমে। ৪৫ বছর পরে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এখনও ভারতের নিয়ন্ত্রিত চূড়া থেকে মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে আছে চীনা বাহিনী।

অন্যদিকে, গালওয়ানসহ কয়েকটি পয়েন্ট থেকে চীনা সেনা সরালেও প্যাংগংয়ের উত্তরপ্রান্ত, গোগরা পোস্টে এখনো তাদের দখলে রয়েছে।

ভারতীয় সেনার বরাতে জানানো হয়, ৪৫ বছর পরে যেখানে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেই মুকপারি থেকে ২০০-৩০০ মিটার দূরেই চীনা সেনা অবস্থান করছে। ফিঙ্গার ৩-৪ চীনা বাহিনীর দখলে।

এর আগে মস্কোতেই উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে সম্মত হয়েছে চীন ও ভারত। বিবৃতিতে বলা হয়, লাদাখে কোনো পক্ষই ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যাতে আবারও পরিস্থিতি জটিল হয়।

এনডিটিভি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ