পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১৩ সদস্য

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১৩ সদস্য

ফাইল ছবি

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১৩ সদস্য

অনলাইন ডেস্ক

 

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। আপাতত তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনীর সদস্যরা সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে জানান, জামছড়ি বিওপি দিয়ে ১০ বিজিপি সদস্য, রেজু আমতলী পাড়া বিওপি দিয়ে ২ বিজিপি সদস্য এবং বাইশছড়ি বিওপি দিয়ে ১ জন প্রবেশ করেছে।

উল্লেখ্য, এর আগে ১৭৭ বিজিপি সদস্য আশ্রয় নেন। আশ্রয় নেওয়া সব সদস্যকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছিল।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ