ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

 

গত সপ্তাহান্তে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের মনুষ্যবিহীন যান উৎপাদনকে লক্ষ্য করে বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন উৎপাদনে সক্ষম এমন ১৬ ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের শাহেদ ভ্যারিয়েন্ট ইউএভি (ড্রোন) রয়েছে। গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলায় ইরান এই ড্রোন ব্যবহার করেছিল।
এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের সিদ্ধান্ত নেন।

এদিকে যুক্তরাজ্যও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত সামরিক বাহিনী-সংশ্লিষ্ট সাত ব্যক্তি এবং ছয়টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

তেহরান বলছে, ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে তারা ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল বলেছে, তারা ইরানের হামলার ঘটনায় প্রতিশোধ নেবে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলি হুমকির পর ইরান তার ‘পারমাণবিক মতবাদ’ পর্যালোচনা করবে।

সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ