খেলাধুলাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে উচ্চ করেছে : বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪

খেলাধুলাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে উচ্চ করেছে : বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

খেলাধুলাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে উচ্চ করেছে : বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি সমাজ থেকে অপরাধ প্রবনতা দূরে রাখে। খেলাধুলাই বিশ্ববাসীর কাছে ‘বাংলাদেশ’কে উচ্চ আসনে নিয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের সন্তানদেরকে ভালো রাখতে ও শান্তির জনপদ উপহার দিতে সরকারের পাশাপাশি খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

 

তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত লামাকাজী ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ‘৩য় লামাকাজী ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ফাইনাল খেলায় ভাই ভাই স্পোটিং ক্লাব (মির্জারগাঁও) ৩-০ গোলের ব্যবধানে রুদ্র ফাইটার স্পোটিং ক্লাব (আকিলপুর)’কে হারিয়ে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী ভাই ভাই স্পোটিং ক্লাবের আফরোজ আলী।

 

 

 

সিএনজি-৭০৭ লামাকাজী উপ-পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ