বিকাশ প্রতারকের কাছ থেকে ৪৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করলো কোতয়ালী পুলিশ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

বিকাশ প্রতারকের কাছ থেকে ৪৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করলো কোতয়ালী পুলিশ

অনলাইন ডেস্ক : বিকাশ প্রতারকের কাছ থেকে ৪৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, গত ২৮ জুন মরিয়ম বেগম কলি নামের এক মহিলাকে বিভিন্ন নম্বর থেকে ফোন কওে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৯শ’ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি জিডি হয়। জিডি’র প্রেক্ষিতে থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী
তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে ৪৫,৫০০/- টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত অর্থ বাদীনিকে ফেরত প্রদান করেন। এসি নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।