• সিলেট, সকাল ৯:৩৬, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে সিলেটে বিএনপিতে অপেক্ষায় পাঁচ, বৃহস্পতি এখন তুঙ্গে চৌদ্দ প্রার্থীর !

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
নির্বাচনে সিলেটে বিএনপিতে অপেক্ষায় পাঁচ, বৃহস্পতি এখন তুঙ্গে চৌদ্দ প্রার্থীর !

Manual7 Ad Code

নির্বাচনে সিলেটে বিএনপিতে অপেক্ষায় পাঁচ, বৃহস্পতি এখন তুঙ্গে চৌদ্দ প্রার্থীর !

ডেস্ক রিপোট

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে দলের প্রাথমিক মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে। এই ১৯টি আসনের মধ্যে এখনও ৫টি আসনে কোনো প্রার্থী ঘোষনা করা হয় নি। এবং এই আসনগুলোতে প্রার্থীদেরকে নিয়ে আরও গভীরভাবে কাজ করতে হবে বলে জানিয়েছে দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

Manual2 Ad Code

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর এতে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৬ আসনসহ চারটি আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং সিলেট-৪ ও সিলেট-৫ আসনের প্রার্থীতা বাকী রয়েছে।

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসন সহ তিনটি আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীতা বাকী রয়েছে।

Manual7 Ad Code

হবিগঞ্জ ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-২, হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ আসনসহ তিনটি আসনে প্রার্থী হিসেবে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং হবিগঞ্জ-১ আসনে প্রার্থীতা বাকী রয়েছে।

Manual2 Ad Code

অন্যদিকে মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে প্রত্যেকটি আসনেই দলের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাদেরকে আরও জোরালোভাবে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা করতে আহ্বান করা হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com