• সিলেট, সকাল ৯:৫২, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাতকের জবা পোদ্দার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
ছাতকের জবা পোদ্দার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

Manual6 Ad Code

ছাতকের জবা পোদ্দার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

তমাল পোদ্দার, ছাতকঃ
সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবা রায় পোদ্দার। তিনি ছাতক পৌর শহরের বাসিন্দা ও সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু পোদ্দার এর পুত্র কালীদাস পোদ্দারের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তিনি এ শ্রেষ্ঠ শিক্ষকের স্থান অর্জন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট, জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন সনদ ও সম্মানী গ্রহণ করেন জবা রায় পোদ্দার।

Manual1 Ad Code

এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ.কে. মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম।

সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৯ অক্টোবর এই পরীক্ষা হয়। এতে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ৫৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ৫ম শ্রেণির ৫৭ জন, ৪র্থ শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আহমেদ বলেন, এই অর্জন শিক্ষকদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com