চট্টগ্রামে করোনায় এবার নারী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

চট্টগ্রামে করোনায় এবার নারী চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক ::

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. সুলতানা লতিফা জামান আইরিন মৃত্যুবরণ করেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ডা. রেজাউল করিম যুগান্তরকে জানান, ‘করোনায় আক্রান্ত ডা. আইরিন বেশ কয়েকদিন ধরে অসুস্থ। প্রথম দিকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরবর্তীকালে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।’

ডা. আইরিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিণী।