সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
অনলাইন ডেস্ক :
কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে দিল্লিতে। এই বৃষ্টির প্রকোপে খালের পানি উপচে মাটি ধসের কারণে ভেসে গেছে একটি বাড়ি। মধ্য দিল্লির আইটিও এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িটি ধসে পড়ার সময় সেখানে কেউ ছিলেন না।
আর এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দিল্লি পৌরসভার বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া একটা খালের পানি উপচে মাটি ধসে এই বিপর্যয় ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কীভাবে বাড়ির তলা পানিতে ধুয়ে চোখের নিমেষে ভেসে গেল। স্থানীয়দের দাবি, নিকাশি নালা হিসেবে সেই খাল ব্যবহার করে পৌরসভা। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা। বাড়িটি ধসে পড়ার সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। আর্তনাদ ও চিৎকারে ভরে গিয়েছিল এলাকা।
দুর্ঘটনার পরেই ক্যাটস ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় পাদদেশ এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় আগাগী একসপ্তাহ দিল্লি ও উত্তর ভারতে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি