গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীরা গণদুশমন: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীরা গণদুশমন: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :; গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রমাণিত হলে সড়ক পরিবহন আইনানুযায়ী ডাম্পিংসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনাকালীন গণপরিবহনে ভাড়া পুনর্বিন্যাসে চট্টগ্রামসহ কয়েক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই সংকটে যারা অতিরিক্ত ভাড়া আদায় করে তারা গণদুশমন বলে পরিচিত হবে। তারা জনগণের কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রতিশ্রæতি রক্ষা করে যারা ভাড়া আদায় করছেন তাদের অভিনন্দন জানাই। আর এই সংকটে যারা সরকারকে দেয়া প্রতিশ্রæতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়া চাপাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার করোনা সংক্রমণ রোধে নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংক্রমিত এলাকাগুলোকে সংক্রমণের মাত্রা অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হচ্ছে। আরোপ করা হচ্ছে কড়াকড়ি। আমি সবাইকে ধৈর্যের সঙ্গে সরকারের গাইডলাইন প্রতিপালনের আহ্বান করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ