আরেক ঐশ্বরিয়া করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আরেক ঐশ্বরিয়া করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক :

বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাইয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে শঙ্কা-উদ্বেগের মেঘ না কাটতেই আরেক অভিনেত্রীর কোভিড-১৯ সংক্রমিত হওয়ার খবর এল।

তিনি দক্ষিণ ভারতীয় কন্নড় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। তাকে ঐশ্বরিয়া টু বলা হয়ে থাকে। ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনার খবর দেন ঐশ্বরিয়া অর্জুন।

ঐশ্বরিয়ার বাবা দক্ষিণ ভারতের শক্তিমান অভিনেতা অর্জুন সারজা বেঙ্গালুরু টাইমস–এর কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার মেয়ে ভালো আছেন, বাসায় আছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। আমি এখন হোম কোয়ারেন্টিনে আছি। পেশাদার চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মানছি। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চেয়েছিলেন, তারা নিজেদের দিকে খেয়াল রাখুন। বাসায় থাকুন, ভালো থাকুন। প্লিজ মাস্ক পরুন। আমার পরবর্তী অবস্থা আপনাদের জানাব।’

সুদর্শনী ঐশ্বরিয়ার চলচ্চিত্রে অভিষেক ২০১৩ সালের ‘পাট্টাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে। কন্নড় সিনেমা ‘প্রেমা বারাহ’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই সেনসেশন।

ঐশ্বরিয়ার কাজিন ধ্রুব সারজা ও তার স্ত্রী প্রেরণা সারজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৭ জুলাই ঐশ্বরিয়ার কাজিন অভিনেতা চিরঞ্জীবী সারজা হার্ট অ্যাটাকে মারা যান।