লাদাখ থেকে সেনা সরাচ্ছে না চীন, উদ্বিগ্ন ভারত

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

লাদাখ থেকে সেনা সরাচ্ছে না চীন, উদ্বিগ্ন ভারত

অনলাইন ডেস্ক :;

বারবার প্রতিশ্রুতি দেয়ার পরও লাদাখের নিয়ন্ত্রণরেখার সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি চীন। উল্টো ভারী অস্ত্রসহ প্রায় ৪০ হাজার সেনা ওই এলাকায় মোতায়েন রেখেছে দেশটি।

সরকারি সূত্রের বরাতে ভারতীয় সম্প্রচারমাধ্যম বুধবার এনডিটিভি এমনটি দাবি করেছে। দেপসাং মালভূমি, গোগরা ও ফিঙ্গারস অঞ্চলে এখনও চীনা সেনাদের উপস্থিতি রয়েছে বলে দাবি তাদের।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নে শিবির ছেড়ে পেছানোর কোনো লক্ষণ নেই চীনা সেনাদের। উল্টো ওই এলাকা থেকে ভারতীয় বাহিনীর উপর নজরদারি বাড়াতে ওয়াচ টাওয়ার বানাচ্ছে তারা।

এছাড়া নিজেদের দখলে রাখা ফিঙ্গারস-৪ ও ফিঙ্গারস-৮ এলাকা থেকেও সেনা প্রত্যাহার করতে চাইছে না চীন।

গত ১৫ জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বেশ কয়েক দফা আলোচনা করেছে উভয় পক্ষ।

এসব আলোচনায় নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার পাশাপাশি দুই দেশই এই প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার কথা জানায়।