সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপিতে যোগ দেয়ার একদিন পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ফুটবল তারকা মেহতাব হোসেন।
বুধবার তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
এনডিটিভির খবর বলছে, কলকাতা মেইডেনে ‘মাঝমাঠের জেনারেল’ বলা হয় মেহতাবকে। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে মত দিয়েছেন তিনি।
এই ফুটবল তারকা রাজনীতিতে যোগ দেয়ার পর তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা ব্যথিত হয়েছেন। যে কারণে তাকে এভাবে রাজনীতির মাঠ থেকে পালাতে হয়েছে।
মঙ্গলবার ইস্টবেঙ্গলের সাবেক এ ক্যাপ্টেনের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিয়েছিলেন বিজেপির রাজ্যপ্রধান দিলীপ ঘোষ। মুরালিধর সেন লেন অফিসে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছিল।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এমন সিদ্ধান্ত নেয়ার জন্য সব শুভানুধ্যায়ীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।
‘কেউ আমাকে এ সিদ্ধান্ত নিতে জবরদস্তি করেননি। এটি একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি রাজনীতি থেকে সরে গেলাম।’
ভারতের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন মেহতাব হোসেন। বললেন, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে আমি রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মানুষের পাশে থাকতে চেয়েছি। এসব অসহায় মানুষ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে কারণে হঠাৎ করে আমি রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
‘কিন্তু যাদের সেবায় আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম, তারাই চাচ্ছেন না যে আমি রাজনীতি করি। তারা আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে চাচ্ছে না।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি