বিজেপিতে যোগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাজনীতি ছাড়লেন ফুটবলার

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

বিজেপিতে যোগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাজনীতি ছাড়লেন ফুটবলার

অনলাইন ডেস্ক :;

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপিতে যোগ দেয়ার একদিন পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ফুটবল তারকা মেহতাব হোসেন।

বুধবার তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এনডিটিভির খবর বলছে, কলকাতা মেইডেনে ‘মাঝমাঠের জেনারেল’ বলা হয় মেহতাবকে। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে মত দিয়েছেন তিনি।

এই ফুটবল তারকা রাজনীতিতে যোগ দেয়ার পর তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা ব্যথিত হয়েছেন। যে কারণে তাকে এভাবে রাজনীতির মাঠ থেকে পালাতে হয়েছে।

মঙ্গলবার ইস্টবেঙ্গলের সাবেক এ ক্যাপ্টেনের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিয়েছিলেন বিজেপির রাজ্যপ্রধান দিলীপ ঘোষ। মুরালিধর সেন লেন অফিসে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছিল।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এমন সিদ্ধান্ত নেয়ার জন্য সব শুভানুধ্যায়ীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।

‘কেউ আমাকে এ সিদ্ধান্ত নিতে জবরদস্তি করেননি। এটি একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি রাজনীতি থেকে সরে গেলাম।’

ভারতের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন মেহতাব হোসেন। বললেন, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে আমি রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মানুষের পাশে থাকতে চেয়েছি। এসব অসহায় মানুষ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে কারণে হঠাৎ করে আমি রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

‘কিন্তু যাদের সেবায় আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম, তারাই চাচ্ছেন না যে আমি রাজনীতি করি। তারা আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে চাচ্ছে না।’