সিলেটে বাম জোটের কর্মসূচিতে ‘পুলিশী হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

সিলেটে বাম জোটের কর্মসূচিতে ‘পুলিশী হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক :: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে ‘পুলিশী হামলার’ প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন।

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি নেতা নিরঞ্জন দাশ খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, শ্রমিক কর্মচারী ফেডারেশন এর আহবায়ক মোখলেছুর রহমান, ছাত্র ফ্রন্ট নগর সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক নাবিল এইচ, ফ্রন্ট মহানগর আহবায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।

সমাবেশ পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলা হয়েছে। পুলিশী হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, সমাবেশ থেকে ক্যামেরা, মোবাইল, সাউন্ড সিস্টেম, ব্যানার ছিনিয়ে নেয়।’

তারা বলেন, ‘দেশে আওয়ামী সরকার একটি ফ্যাসিবাদী শাসন পরিচালনা করছে, আর এই জনবিচ্ছিন্ন শাসন পরিচালনার জন্য আমলানির্ভর ব্যবস্থা গড়ে তুলছে। ৮দফা দাবিতে গত একমাস ধরে বাম গণতান্ত্রিক জোট সিলেটের সাংবাধিক, আইনজীবী, চিকিৎসক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবাই বামজোটের উত্থাপিত দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। ফলে বামজোটের দাবির এই যৌক্তিকতা ও আন্দোলনকে দমন করতেই এই হামলা হয়েছে।’

নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে ‘হামলাকারী’ পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। একইসাথে তাদের ৮ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ