‘সিলেটের আদালত পাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ’

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

‘সিলেটের আদালত পাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ’

অনলাইন ডেস্ক :: সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন বলেছেন, আমাদেরকে সচেতন হতে হবে। আদালত পাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে আসতে হলে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে। তিনি বলেন, বর্তমানে করোনা মহামারির কারনে বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। তাই সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহবান জানান তিনি।

বৃহস্পতিবার সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে ‘ল-রিপোটার্স এসোসিয়েশন অব সিলেট’-এর মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এডভোকেট ফয়েজ।

ল-রিপোটার্স এসোসিয়েশন অব সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দ কাওসার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মাসুদুর রহমান খান মুন্না, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সহ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী ও সহ সম্পাদক রেদোয়ানুল ইসলাম।

উপস্থিত ছিলেন সাবেক সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল আমিন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট জাকারিয়া, বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জহুরা জেসমিন ও এডভোকেট আজিম উদ্দিন প্রমুখ।