ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে’

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে’

 

অনলাইন ডেস্ক ::
সাবেক আইনমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, দলে ত্যাগী-পরিশ্রমী নেতাকর্মীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। অনুপ্রবেশকারী, হাইব্রিড, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলকে সুশৃঙ্খলভাবে চালাতে হবে, রাজনীতি করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে।

শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সভাপতি লেলিন পিপু, অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান ও উপজেলা যুবলীগ নেতা দুলাল হোসেন মাস্টার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আাইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, সহ-সভাপতি ডা. আবু মুছা ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ