ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ
সেলিম মাহবুবঃছাতক(সুনামগঞ্জ)
ছাতকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম  জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে রোবরার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মাহির আহমদ চৌধুরী। পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গির আলম তারেক, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল খায়ের টুটুল, রিয়াদ চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সহ সভাপতি শিপলু আহমদ, ছাত্রলীগ নেতা সবদুল হোসেন সাজু প্রমুখ। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।##