গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

অনলাইন ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি গরীব ও দুস্থ মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছেন। আজ বিকালে বিজিবির সদর ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৮ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারি বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একই সঙ্গে গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বর্ডার গার্ড বাংলাদেশও পিলখানায় ইফতার পার্টি বাতিল করে পুরো রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণের উদ্যোগ গ্রহণ করে। গত ২৬ মার্চে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে সারাদেশে ১০টি শহরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণের মাধ্যমে বিজিবির এই মহতী কার্যক্রম শুরু হয়।

বিজিবি সারাদেশে ৫টি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস ধরে দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারি বিতরণ করে যাচ্ছে। বিজিবির উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বাহিনীর পক্ষ থেকে গরীব ও দুস্থদের সঙ্গে ইফতারির এই আনন্দ ভাগাভাগি পুরো রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ