দক্ষিণ আফ্রিকায় লকডাউন উঠে যাচ্ছে সোমবার

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

দক্ষিণ আফ্রিকায় লকডাউন উঠে যাচ্ছে সোমবার

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা দীর্ঘ ৬ মাস পর আগামী সোমবার থেকে লকডাউন মুক্ত হতে যাচ্ছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ ৬ মাস লকডাউনে থাকা দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপোসা বুধবার জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে সোমবার থেকে লকডাউন প্রথম স্তরে নামিয়ে এনে সবকিছু স্বাভাবিক করার ঘোষণা দেন।

সেইসঙ্গে আর্ন্তজাতিক ফ্লাইট যোগাযোগ ও সব সীমানা ১ অক্টোবর থেকে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে সীমিত পরিসরে নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক রাখতে আর্ন্তজাতিক ফ্লাইট যোগাযোগ চালু করা হবে বলে রাষ্ট্রপতি ভাষণে উল্লেখ করেন।

পরবর্তীতে বৈশ্বিক করোনা মহামারী ঠিক হলে সব দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক করার ঘোষণা দেন রাষ্ট্রপতি।

সোমবার থেকে মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে স্ব স্ব ধর্মের রীতিনীতি পালন করতে আর কোনো বাঁধা থাকবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে সব কাজ সম্পন্ন করার তাগিদ দেন রাষ্ট্রপতি।

এছাড়া ফুটবল ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য আরোপিত বাধ্যবাধকতাও থাকছে না সোমবার থেকে।

চলতি বছরের মার্চ মাস থেকে বিশ্বব্যাপী করেনা মহামারী শুরু হলে পাঁচ স্তরের লকডাউন নীতিমালা ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। গত ছয়মাসে পাঁচ স্তরের লকডাউন নীতিমালা ক্রমান্বয়ে শীতিল করে সোমবার শেষ হবে সম্পূর্ণ লকডাউন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেলেও সুস্থতার হার ৯০ শতাংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ