‘আশা করেছিলাম বছরটা ভালো যাবে, করোনায় শেষ’

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

‘আশা করেছিলাম বছরটা ভালো যাবে, করোনায় শেষ’

স্পোর্টস ডেস্ক :;

বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, বছরের শুরু থেকেই বেশ ছন্দে ছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করেছি। এ বছর আমাদের অনেক টেস্ট ছিল, নিজেও আত্মবিশ্বাসী ছিলাম। বছরটা ভালো যাবে আশা করেছিলাম। করোনাভাইরাসের কারণে কিছুই হল না। তবে এখানে তো কারও হাত নেই।

২০০০ সালের ২৬ জুন ইংল্যান্ডের লর্ডসে আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়া হয়। শুক্রবার বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের দুই দশক পূর্তি হয়েছে। ২০ বছরে বাংলাদেশ খেলেছে মাত্র ১১৯টি টেস্ট।

পাঁচ-ছয়টি টেস্ট খেলেই যেখানে বছর শেষ হয়ে যায় সেখানে এ বছরে দশটি টেস্ট খেলার কথা ছিল মুমিনুলদের। করোনাভাইরাসের কারণে পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে সিরিজও স্থগিত হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেছেন, আমরা যারা নিয়মিত টেস্ট খেলি তাদের জন্য এ বছরটা বড় সুযোগ ছিল। খারাপ লাগছে, ক্রিকেট মিস করছি। কিন্তু এর কোনো কিছুই তো আমাদের হাতে নেই। এ সময়ে মানসিকভাবে শক্ত থাকাই বড় কিছু। সবার সঙ্গে এ বিষয়ে আমি আলোচনাও করেছি।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আবু জায়েদ ও ইবাদতদের হতাশা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ