নিম্ন আদালতের ৪০ বিচারক করোনা আক্রান্ত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

নিম্ন আদালতের ৪০ বিচারক করোনা আক্রান্ত

সিল-নিউজ-বিডি ডেস্ক :: ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ৪০ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী ও অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১৭ জন বিচারক। একজন বিচারক মৃত্যুবরণ করেন। একজন বিচারক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ২১ জন নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময় সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

উল্লেখ্য, সারা দেশে বর্তমানে ১৯শ’ বিচারক রয়েছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ