সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন সদ্য প্রয়াত, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর পদটিতে কে আসছেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে গুঞ্জন ওঠে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নাম প্রকাশের কথা।
তবে এ খবরকে ভুয়া হিসেবেই অবিহিত করেছেন আওয়ামী লীগের এই বর্ষীয়াণ নেতা।
শনিবার (৪ জুলাই) সকালে আমির হোসেন আমু নিজেই বিষয়টি সম্পর্কে বলেন, ‘এসব খবরের কোনো ভিত্তি নেই, এসব ভুয়া খবর। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এর আগে গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।
বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু আওয়ামী সভাপতিমণ্ডলীর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া আমির হোসেন আমু ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের প্রবীণ মুজিব সেনা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি