এম এ হকের মাগফেরাত ও শফিউল বারী বাবুর সুস্থতা কামনায় সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

এম এ হকের মাগফেরাত ও শফিউল বারী বাবুর সুস্থতা কামনায় সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া

অনলাইন ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম এম এ হকের মাগফেরাত ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবুর সুস্থতা কামনায় সিলেটে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.)’মাজার মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খাঁন জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, কামাল হাসান জুয়েল, সিলেট জেলা জাসাসের সহ সভাপতি গুলজার হুসেন খোকন।
এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনসার আলী, দেলোয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, এজে সুহেল, শেখ আবদুল মনাফ, শওকত আলী জীবন, সালেক আহমদ, আফসর খান, নুরুল ইসলাম, দুলাল আহমদ,ফাহিম আহমদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আমির আলী, হুসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, মাকসুদ আলম, মুহিবুর রহমান লিটন, সাইফুল আলম কোরেশি,কয়েছ আহমদ ,জুয়েল তালুকদার,রাসেল আহমদ খান, ফারুক আহমদ, আজিজ খান সজিব, সদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, বাইন উদ্দিন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হুসেন, সাজ্জাদ হোসেন আরমান, নুরেশ আহমদ, সাইফুল ইসলাম উজ্জ্বল, জুনেদ আহমদ, শাহিন আহমদ, আব্দুস সালাম, সুমন আহমদ, জগলু আহমদ, জাভেদ আহমদ, আব্দুল কাদের ,সৈয়দ মিনহাজ, ইয়াসিন হুসেন জয়, রাসেল আহমদ জীবন,রাফি, আব্দুল মমিন, এনাম আহমদ রাজ, পাবেল আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও মরহুম এম এ হকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়।এবং অসুস্থ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, স্বেচছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিএনপি নেতা এডভোকেট এটিএম ফয়েজ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, বিএনপি নেতা এডভোকেট আখতার হুসেন, স্বেচ্ছাসেবকদল নেতা সিরাজুল ইসলাম সিরাজের বড় ভাই প্রখ্যাত চক্ষু চিকিৎসক ও সংগীত শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুমের আম্মার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।