উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :; চলমান সড়ক উন্নয়ন ও ড্রেন কালভার্ট নির্মান কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

 

রবিবার নগরীর উপশহর সোনারপাড়ায় বাই-লেন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নিদের্শনা দেন। এসময় তিনি সড়ক প্রসস্থকরণের এলাকাবাসিকে সহযোগিতার আহবান জানান সিসিক মেয়র। জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক প্রসস্থকরণে যারা ব্যক্তিমালিকানাধিন জমি দান করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

 

এসময় কয়েকটি অবকাঠামো ভাঙ্গার কাজ উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সোনার পাড়া সড়ক হতে বাই-লেন হয়ে উপশহর মূল সড়ক পর্যন্ত সড়কে যুক্ত হবে।

 

উপস্থিতি ছিলেন সিসিকের সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর নাজনীন আক্তার কণা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সংশিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ