পুরস্কারের ৯ কোটি টাকা দান করলেন সুইডিশ কিশোরী

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

পুরস্কারের ৯ কোটি টাকা দান করলেন সুইডিশ কিশোরী

সিল-নিউজ-বিডি ডেস্ক :: পর্তুগালের একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে পাওয়া এক মিলিয়ন ইউরো সমমূল্যের পুরস্কারের পুরো অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা) মানুষের কল্যাণে দান করে দিয়েছেন জলবায়ু আন্দোলন নিয়ে আলোচিত সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, সুইডিশ কিশোরী গ্রেটা অতীতে যত পুরস্কার পেয়েছেন- এই পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় অংকের। কিন্তু এই বিপুল অর্থের পুরোটাই দান করে দিলেন গ্রেটা।

এদিকে গেল সোমবার অনলাইনে এক ভিডিওবার্তার গ্রেটা বলেন, পুরস্কারের এই অর্থ আমার কল্পনার চেয়েও বেশি। এ পুরস্কারের পুরো অর্থ আমার ফাউন্ডেশনের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কাজ করা বিভিন্ন সংস্থ এবং প্রকল্পগুলোতে দান করা হবে।

উল্লেখ্য, পর্তুগালের গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত হয়েছেন এই সুইডিশ কিশোরী।