সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল দফাদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত বেলালের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি ধর্ষণ মামলা।
বৃহস্পতিবার ভোরে নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কলোনি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আশিকুর রহমান জানান, গোপন খবর পেয়ে বেলাল দফাদারকে আটক করতে শেরশাহ এলাকায় অভিযানে যায় পুলিশ।
এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সহযোগীদের গুলিতে গুরুতর আহত হয় বেলাল। এ সময় অন্যরা পালিয়ে যান।
পরে বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাবড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী) পরিত্রাণ তালুকদার আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি