মৌলভীবাজারে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মানববন্ধন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

মৌলভীবাজারে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মানববন্ধন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ থাকায় বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেসিক ট্রেড স্কিল ডেভলপমেন্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার (২২ মে) সকাল ১১ ঘটিকায় শহরের প্রেস ক্লাব প্রাঙ্গনে জেলার সকল কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের পরিচালক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে যারা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন করোনার এই মহামারীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ থাকায় পরিচালক,প্রশিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তারা সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনও সহায়তা পাননি। এই অবস্থায় তারা সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সরকার ও জেলা প্রশাসনের ৃষ্টি কামনা করেছেন। উক্ত মানববন্ধনে বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সস্য-সচিব প্রকৌঃ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য কাজী মাহফুজুর রহমান এছাড়াও বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাগরিক ফোরাম এর সভাপতি এবং চ্যানেল এস এর বার্তা প্রধান খালেদ চৌধুরী, আহব্বায়ক সুমন দেববর্মা, যুগ্ম আহবায়ক, সুজন কান্তি সিংহ, সদস্য মাহবুবুল হাসান স্মরণ, পলাশ মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য পরিচালকবৃন্দ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি ল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ