তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু!

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু!

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুতপৃষ্ট হয়ে চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র পারভেজ মোশারফ (১৬) এর মৃত্যু হয়েছে।নিহত ছাত্র উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে নিজ বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে শক লেগে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের পারভেজ নিজ বাড়ির ছাদের উপর বিদ্যুৎতের মেইন লাইনে শক লেগে হয়ে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান, পল্লী বিদ্যুতের শক লেগে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ