অস্ত্র পরীক্ষায় প্রাণীদের ব্যবহার করছে ইসরাইলি সেনাবাহিনী

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

অস্ত্র পরীক্ষায় প্রাণীদের ব্যবহার করছে ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন ডেস্ক :; গোপনে প্রাণীদের ওপর নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছিল ইসরাইলি সেনাবাহিনী।কয়েকশ প্রাণীর ওপর তারা এ ধরনের পরীক্ষা চালিয়েছে বলে রোববার ইসরাইলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ অ্যারনোথ এ খবর দিয়েছে।

লেট অ্যানিমেলস লাইভ নামক সংস্থার একটি নথি উদ্ধৃত করে খবরে বলা হয়, গত তিন বছরে বিভিন্ন ধরনের প্রায় এক হাজার প্রাণীর ওপর ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন পরীক্ষা চালিয়েছে।

নথির তথ্যানুসারে, মানবদেহের হৃদপিণ্ড ও শ্বসনতন্ত্রের কাঠামোর মিলের কারণে শূকরকে চিকিতৎসা পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ক্ষেত্রে প্রাণীদের ওপর বিস্ফোরণ ও অ্যারোসল বিস্ফোরণের পরীক্ষা চালিয়ে তাদের প্রতিক্রিয়া দেখেছে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা শুধুমাত্র কিছু মেডিকেল পরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করে থাকে এবং একজন যোগ্যতা সম্পন্ন পশুচিকিৎসকের তত্বাবধানে এসব করা হয়ে থাকে।

সূত্র: আনাদলু

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ