সুনামগঞ্জের স্বাস্থ্য বিভাগে করোনার হানা

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

সুনামগঞ্জের স্বাস্থ্য বিভাগে করোনার হানা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ডাক্তার, নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ মিলিয়ে সারা জেলায় মোট আক্রান্ত হয়ে ছেন ৭৩ জন, ইতিমধ্যে ৩৪ জন সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আক্রান্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়েই সংক্রমণের শিকার হয়েছেন। সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যসহকারী সহ মোট ৭৩ জন সেবা প্রদান করতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছেন এর মধ্যে ৩৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের তালিকায় জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ১১জন ডাক্তার রয়েছেন ,সুস্থ হয়েছেন ৬জন। সুস্থরা হলেন সুনামগঞ্জ সদরের ডাক্তার ওসমান আলী, ডাক্তার আল আমিন শাওন। ছাতকের ডাক্তার কে এম শাহীন রেজা, ডাক্তার মোঃ সাইদুর রহমান। জগন্নাথপুরের ডাক্তার মাকসুদা আখতার রিমি,বিশ্বম্ভরপুরের ডাক্তার সোমাইয়া আরফিন শান্তা। সিনিয়র ষ্টাফ নার্স আক্রান্ত হয়েছেন ১১জন, সুস্থ হয়েছেন ৮ জন। এরা হলেন দিরাইয়ের অর্চনা রেমা,শামীমা আখতার, শাললার প্রেমা রেমা ,বিশ্বম্ভরপুরের হাবিবা আখতার, ধর্ম পাশার হেলেনা আখতার, প্রভাতী দিবরা। সহকারী আক্রান্ত হন ২১ জন সুস্থ হয়েছেন ২জন। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মরত আরো ৩০জন আক্রান্ত হন ,সুস্থ হয়েছেন ১৮ জন। সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান কোভিড ১৯ শুরু হওয়ার পর থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে। এ সময় অনেকে আক্রান্ত হয়েছেন অনেকেই সুস্থ হয়েছেন বাকীরাও সুস্থ হয়ে আবার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আশা করি। গত ২০ জুন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন, সুস্থ হয়েছেন ১৭৫ জন, আইসোলেসনে আছেন ৬০৬ জন, ৭০০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নেগেটিভ এসেছে ৬০৬১টি পেন্ডিং আছে ১৫৫টি। মারা গেছেন ৪ জন। এদের মধ্যে ৩ জন ছাতক উপজেলার বাসিন্দা ও একজন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। উপজেলা ওয়ারী আক্রান্ত হচ্ছে সুনামগঞ্জ সদরে ১৯৭, দক্ষিণ সুনামগঞ্জে ৬২, দিরাইয়ে ২১,শাল্লা ৩২, বিশ্বম্ভরপুরে ২৭, তাহিরপুরে ২৭, জামালগঞ্জে ৬১, ধর্ম পাশায় ১৮, ছাতকে ২০৯ , দোয়ারা বাজারে ৬৯,ও জগন্নাথপুরে ৬২জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ