মিডিয়ায় কাজ করতে চান শোয়েব মালিক

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

মিডিয়ায় কাজ করতে চান শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক :;

ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ধারণা করেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপ খেলা শেষে অবসর নেবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এরপর এক বছর পেরিয়ে গেছে। তবুও ব্যাড-প্যাড খুলে ফেলার কোনো আভাস নেই। এ নিয়ে বারবার সাংবাদিকদের প্রশ্নে বিব্রত শোয়েব।

৩৮ বছর বয়সী শোয়েব মালিক জানালেন, ক্রিকেট থেকে এখনই নির্বাসনে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। ক্রিকেটকে দেয়ার মত আরও কিছু আছে তার কাছে। নিজের অর্জনও রয়ে গেছে ঢের। তাই অবসর নয়, তার ভাবনায় এখন ক্যারিয়ার আরও কিভাবে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যায়।

তবে ক্রিকেট অধ্যায় তো একদিন শেষ করতেই হবে। সেক্ষেত্রে কী করবেন? এমন প্রশ্নের জবাবে এই বর্ষীয়ান অলরাউন্ডার জানান, মিডিয়ায় কাজ করতে চান।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মালিক। যেখানে তিনি জানিয়েছেন, এখনও অবসরের ব্যাপারে এখনও কিছু ভাবেননি। তবে খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর তার ইচ্ছা মিডিয়া জগতে কাজ করার। সেটা অবশ্যই খেলার সঙ্গে জড়িত বিষয়েই।

মালিক বলেন, ‘এখন আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট। এখনও আমার মধ্যে ক্রিকেট খেলার ক্ষুধা ও তাড়না রয়েছে। অবসরের আগে কিছু লক্ষ্যপূরণ করা বাকি রয়েছে আমার। তবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর মিডিয়ায় কাজ করতেই পছন্দ করব। হয়তো আমার নিজের কোনো অনুষ্ঠান থাকবে এবং ধারাভাষ্য ও স্টুডিওতে কাজ করব।’

২১ বছর ধরে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া শোয়েবের সম-সাময়িক অনেকে এখন কোচ কিংবা নির্বাচকের ভূমিকায়। অথচ শোয়েব ৩৮-এও টগবগে তরুণ। ব্যাট বলে ধার এখনও কমেনি। টেস্ট-ওয়ানডে থেকে বিদায় নিলেও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন তিনি।

ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার জীবনসঙ্গী শোয়েব এখন পর্যেন্ত ২৮৭ ওয়ানডে খেলে ৭৫৩৪ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৫৮টি। আর টেস্ট খেলেছেন ৩৫টি। রান করেছেন ১৮৯৮, উইকেট ৩২ টি। টি-টোয়েন্টিতে ১১৩ ম্যাচ খেলে রান করেছেন ২৩২১, উইকেট নিয়েছেন ২৮টি।

সূত্র : পাক প্যাশন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ