স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সিলেটে এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সিলেটে এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :: লাইফষ্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত কাউন্ট্রিওয়াইড এডভোকেসী ওয়ার্কশপ অন হ্যালথী লাইফস্টাইল ফোকাসিং হ্যাল্থ ডায়েট, অবেসিটি, ফিজিক্যাল ইনেকটিভিটি, ইক্সেসিভ সল্ট এন্ড সুগার ফর নন কমিউনিকেবল ডিজিসেস কন্ট্রোল শীর্ষক সেবা প্যাকেজের (পেকেজ নং এল এন্ড এইচ. ই. পি এস-২০/২০১৯-২০২০) আওতায় আজমির ইন্টারন্যাশনাল নামক বেসরকারি কনসালন্টিং ফার্মের সহযোগিতায় বিভাগীয় ভাচুর্য়াল এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য হলরুমে স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসেবে এই এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় করোনার প্রতিরোধে দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

ভাচুর্য়াল এডভোকেসী সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়েল পরিচালক মো. কুতুব উদ্দিন, সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সুলতানা রাজিয়া, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, মো. আমীনুর রশীদ, বায়েছ মৃধা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ