মেহেরপুর থেকে শহিদুল বাদ, নতুন ডিসি মুনসুর

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

মেহেরপুর থেকে শহিদুল বাদ, নতুন ডিসি মুনসুর

অনলাইন ডেস্ক :;

এক সপ্তাহ আগে মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পাওয়া মো. শহিদুল ইসলাম চৌধুরীকে বাদ দিয়ে জেলাটিতে নতুন আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের নতুন ডিসি করা হয়েছে।

বৃহস্পতিবার মুনসুরকে নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

গত ২৫ জুন ঢাকাসহ ৯ জেলায় ডিসি পদে রদবদল করা হয়। কিন্তু মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

শহিদুলকে নিয়ে বিতর্ক ওঠায় তাকে বাদ দিয়ে ওই পদে মুনসুর আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।