সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, আগামী বছর এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষণা করা হবে। তবে এশিয়ান কাপ আয়োজনে অনেকেই আগ্রহ প্রকাশ করছে।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য দেশকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনে তাদের সাপোর্ট কামনা করছি।
এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ এর আগে দুইবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে এ টুর্নামেন্ট আয়োজন করেছিল।
প্রসঙ্গত,২০২২ সালের এশিয়ান কাপের যৌথ আয়োজক ভারত ও উজবেকিস্তান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি