ভোরে রহস্যের জট খুলবে (ভিডিও)

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০

ভোরে রহস্যের জট খুলবে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :: বিকাল থেকে পুরো নগরীর মানুষ আতঙ্কিত।চৌহাট্টা পয়েন্টে বোমা সদৃশ্য বস্তুর খবরে নগরজুড়ে ছড়িয়ে পড়ে ‘বোমা আতঙ্ক’।আতঙ্কিত নগরবাসী মধ্যেরাত পর্যন্ত অপেক্ষায় এই বোমা রহস্যর জট খুলবে ভোরে।

এদিকে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জনের মোটরসাইকেলে দৃর্বুত্তদের বোমা সদৃশ্য বস্তু রাখার ঘটনায় র‌্যাব এর একটি বোমা এক্সপার্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। শীঘ্রই উদ্ধার অভিযানের জন্য ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ স্পেশাল টিম ঘটনাস্থলে আসছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

এরআগে ট্রাফিক সার্জন চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। রাত ৯টায় র‌্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। রাত ৯টা ২৫ মিনিটে চৌহাট্টায় এসে পৌছে জায়গাটিকে ফিতা টেনে সীমানা নির্ধারণ করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

⛔ব্রেকিং নিউজ⛔সিলেটের চৌহাট্টা পয়েন্টে একটি মোটর বাইকে বোমা। এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।আতংকে নগরীর লোকজন।

Posted by Syl News BD on Wednesday, 5 August 2020

সিলেটের চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্ট চয়নের মোটরসাইকেলে বোমা উদ্ধারে বোমা বিশেষজ্ঞ দল এখনও কাজ শুরু করেনি।

Posted by Syl News BD on Wednesday, 5 August 2020

সিলেটের চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্ট চয়নের মোটরসাইকেলে বোমা উদ্ধারে কাজ করতে বোমা বিশেষজ্ঞ দল এখনও আসেনি।

Posted by Syl News BD on Wednesday, 5 August 2020

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ