সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
করোনা বিরতির ১১৭ পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে সরব হলো ২২ গজের মাঠ।
যদিও দুই দলের চেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি খেলেছে বৃষ্টি। অ্যাগিয়াস বোলে টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ১৭.৪ ওভার খেলা হয়েছে। প্রথম সেশনে খেলা তো দূরের কথা টসই হয়নি। দ্বিতীয় সেশন থেকে বৃষ্টি বাগড়ায় ক্ষণে ক্ষণে বিরতি দিয়ে মাঠে নেমেছে ক্রিকেটাররা।
গতকাল শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন শেনন গ্যাব্রিয়েল। তার বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ডম সিবলি।
১ উইকেটে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনেও যমদূত রূপে আর্বিভূত গ্যাব্রিয়েল। শুরুতেই জো ডেনলিকে বোল্ড করেন সেই গ্যাব্রিয়েল।
আগের দিনে ১৪ রান করা জো ডেনলি মাত্র ৪ রান যোগ করতে পারেন। তবুও মন ভরেনি গ্যাব্রিয়েলের।
এক ওভার বিরতি দিয়েই ফের আঘাত হানেন তিনি। এবার তার শিকার ররি বার্নস। আগের দিনের ব্যক্তিগত সংগ্রহ ২০ রানের সঙ্গে আরও ১০ রান যোগ করে গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে ধরেন বার্নস।
গ্যাব্রিয়েল তাণ্ডবে রীতিমত ধুঁকতে থাকে ইংলিশ ব্যাটসম্যানরা। এরই মধ্যে নিজের কারিশমা দেখান ক্যারিবীয় অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। জ্যাক ক্রলি আর অলি পোপকে অল্প রানেই সাজঘরে ফেরান এই তিনি।
ক্রলি এলবিডব্লিউ হন ১০ রানে আর উইকেটের পেছনে ক্যাচ দিতে ১২ রানে সাজঘরে ফেরেন পোপ।
৮৭ রান তুলতেই ইংল্যান্ড ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে। এখন দলকে খাঁদের কিনার থেকে বাঁচাতে কাঁধে দায়িত্ব নিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সঙ্গে সহযোদ্ধা জস বাটলার।
প্রথমবারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়াটা যেন বিরাট চাপ হয়ে দাঁড়াল স্টোকসের কাছে। খুব দেখেশুনে খেলছেন তিনি। ৫০ বল খেলে ১৩ রান করেছেন। সঙ্গে ১ রানে অপরাজিত জস বাটলার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম সেশনে ৪০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৯ রান ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি