এক ব্যানারে হক-কামরান (ভিডিও)

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

এক ব্যানারে হক-কামরান (ভিডিও)

অনলাইন ডেস্ক : আদর্শিক রাজনীতিতে দু’জন ছিলেন দুই মেরুর বাসিন্দা। গত হয়েছেন দু’জনই। সর্বনাশা করোনার কবলে প্রাণ গেছে দু’জনের। এই শোকে এখনও স্তব্ধ সিলেট।

মৃত্যু পরবর্তী রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এখনও শোক চলছে বিভিন্ন সংগঠনের। চলছে দো’আ মাহফিলও। সদ্য প্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের জন্য এক ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে প্রয়াত এই দুইজনের রুহের মাগফেরাত কামনা করে দো’আ মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ। পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও দরগা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক প্রমুখ।

এই ব্যাতিক্রমী উদ্যাগের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ বলেন, ‘এটিই হল আমাদের সিলেটের ঐতিহ্য। এই সম্প্রতি আমাদের পূর্ব পুরুষরা সৃষ্টি করে গেছেন। আমাদের তা ধরে রাখতে হবে। ‘

এবিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘সিলেটের রাজনীতিতে দলমতের বাইরে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই এই সম্পর্ক সব সময় অটুট থাকুক। আমি এই দোয়ার দাওয়াত প্রথমেই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ ভাইকে জানাই। তিনি তাতে রাজী হয়ে বলেন এটা মহত উদ্যোগ। পরবর্তীতে আমি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি তিনিও আমার প্রস্তাবে সাড়া দেন। কিন্তু আজ একটা জরুরি কাজের কারণে তিনি আসতে পারেননি। আমরা মরহুম বদরউদ্দিন আহমদ কামরান ও এমএ হক ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করি।’

https://www.facebook.com/sylnewsbd2017/videos/556286845040052/?v=556286845040052

এ সংক্রান্ত আরও সংবাদ