সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :;
সিলেট শহরের উপশহরের ভাড়া বাসায় নির্মম হত্যাকাণ্ডের স্বীকার সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের হাফিজ ইফজাল আহমদ চৌধুরীর হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার দাবীতে সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছেন।
ইফজাল হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণাঙ্গ মামলা নিতে গড়িমসিসহ হত্যাকারীদের আটকে ব্যর্থ হওয়ায় প্রতিদিন কানাইঘাটের বিভিন্ন এলাকা সহ সিলেট শহরে সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ২টায় মেধাবী শিক্ষার্থী ইফজাল হত্যার রহস্য উদ্ঘাটন সহ হত্যা মামলা দায়েরের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারের দাবীতে কানাইঘাট প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করে কানাইঘাট যুব ফোরাম।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, মেধাবী শিক্ষার্থী ইফজালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল তৎপর রয়েছে। খুনীদের রক্ষা করার জন্য সিলেট মেট্রোপলিটন শাহপরান থানায় হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের গ্রেপ্তার করতে শাহপরান থানা পুলিশ গড়িমসি করায় কয়েকদিন পূর্বে ইফজালের মা তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সিলেটে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গণমাধ্যমে ইফজাল হত্যাকাণ্ড নিয়ে একাধিক সংবাদও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন ও শিক্ষার্থীরা খুনীদের গ্রেপ্তার করতে প্রতিদিন মানববন্ধন সহ শান্তিপূর্ণভাবে হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ করে আসলেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী খুনীদের আটক করতে ব্যর্থ হওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ইফজাল হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সিলেট রেঞ্জের ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রেসক্লাব নেতৃবৃন্দ ইফজাল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান থাকবে বলে ঘোষণা দেন।
প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সভাপতিত্বে ও কানাইঘাট যুব ফোরামের মুখপাত্র মহি উদ্দিন জাবেরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, সিলেট জজ কোর্টের আইনজীবি খায়রুল আলম বকুল, গাছবাড়ী যুব সমাজের আহ্বায়ক বুরহান উদ্দিন, সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা ফারুক আহমদ, এমসি কলেজ ছাত্রনেতা ইব্রাহীম আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য জুবের আহমদ।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নূর, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, জাহিদ হোসাইন রাহীন প্রমুখ।
অপরদিকে একই দিনে বিকেল ৫টায় কানাইঘাট সড়কের বাজারে ইফজাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি