চীনের সঙ্গে সম্পর্কে ঘি ঢালছে তাইওয়ানের সশস্ত্র মহড়া

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

চীনের সঙ্গে সম্পর্কে ঘি ঢালছে তাইওয়ানের সশস্ত্র মহড়া

অনলাইন ডেস্ক :;
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উপস্থিতির মধ্যেই তাইওয়ান ভূমিতে, সমুদ্রে ও আকাশে যুদ্ধমহড়া চালিয়েছে। বৃহস্পতিবার আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৫ দিনব্যাপী মহড়ার অংশ হিসেবে এটি চালানো হয়।

বৃহস্পতিবারের এ মহড়ার মাধ্যমে তাইওয়ান নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষায় ‘দৃঢ়সঙ্কল্পের প্রমাণ দিয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এই মহড়াটি চীনা সামরিক বাহিনী প্রত্যক্ষ করেছে বলে তাইওয়ানের প্রেসিডেন্টপ আশা ব্যক্ত করেন। এ সামরিক মহড়া শুক্রবার শেষ হবে বলে তিনি জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই মহড়াটি আরও আগে শুরু হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে স্থগিত রাখা হয়। তাইওয়ান সফলভাবে করোনা মোকাবেলা করেছে। তারা দ্বীপটিকে করোনা মুক্ত ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছরের ইতিহাসে বুধবার প্রথম সাবমেরিন ধ্বংস করার টর্পোডোর পরীক্ষা চালিয়েছে তাইওয়ান।

তাইওয়ানকে চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলেই বিবেচনা করে আসছে; স্বশাসিত দ্বীপটি স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছে তারা।

বৃহস্পতিবারের মহড়ায় তাইওয়ান এফ-১৬ ও নিজেদের বানানো চিং-কুয়ো যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে দ্রুতগতিতে ছুটে চলা তাদের ট্যাঙ্কগুলোর ছোড়া গোলা সমুদ্রতীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তাইওয়ানের কেন্দ্রস্থ তাইচুংয়ের কাছের উপকূলীয় অঞ্চলে হওয়া এ মহড়ায় প্রায় ৮ হাজার সৈন্য অংশ নিয়েছে।

‘হান কুয়াং’ নামের এ মহড়াটি তাইওয়ানের প্রধান বার্ষিক মহড়া।

চলতি বছর চীন স্বশাসিত এ দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে। বেইজিংয়ের বোমারু বিমানগুলোকে প্রায়ই দ্বীপটির কাছাকাছি উড়তে দেখা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ