সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
বার্সেলোনা সর্বশেষ কয়েক ম্যাচে নিজেদের চেনা ছন্দে খেলতে পারছে না। লিওনেল মেসি আগে থেকেই তাগিদ দিয়েছিলেন ভালো খেলার। খেলায় উন্নতি না করলে যে লা লিগা হাতছাড়া হয়ে যেতে পারে সেটাও জানিয়েছিলেন তিনি।
জিতলেই চ্যাম্পিয়ন এই সমীকরণে রিয়াল মিলিয়ে নিয়েছে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে। অন্যদিকে, নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে একই ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন মেসি।
মনে করিয়ে দিলেন, এভাবে চলতে থাকলে সেখানেও হারের বিষাদ তাদের সঙ্গী হবে। লিগের মুকুট খোয়ানো বার্সেলোনার সামনে এখন শিরোপা বলতে বেঁচে আছে চ্যাম্পিয়ন্স লিগ ফিরে পাওয়া। আগস্টে শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির মুখোমুখি হবে কিকে সেতিয়েনের দল। প্রথম পর্বে ইতালির দলটির মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছিল বার্সেলোনা।
প্রথম লেগের ড্র এবং একটি মূল্যবান অ্যাওয়ে গোল থাকায় সুবিধাজনক অবস্থায় আছে বার্সেলোনা। কিন্তু পুনরায় শুরু হওয়া লা লিগায় নিজেদের ছন্দহীন খেলা দেখে শঙ্কিত মেসি। তিনি বলেন, ‘আমরা যদি এভাবেই চলতে থাকি, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির কাছে হারব। আমি অনেকবার বলেছি যে, যদি আমরা এভাবে খেলি, তাহলে লা লিগা জিততে পারব না এবং একই কথা চ্যাম্পিয়ন্স লিগের বেলায়ও হবে।’
করোনাভাইরাসের থাবায় লিগ স্থগিত হয়ে যাওয়ার সময়ও রিয়ালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু পরে পথ হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া কাতালুনিয়ার দলটি পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকাতে। মেসি জানান লিগের এমন সমাপ্তি আশা করেননি তিনি।
মেসি বলেন, ‘মৌসুমটা এভাবে শেষ হবে, আমরা আশা করিনি। কিন্তু মৌসুমজুড়ে আমাদের বেলায় সেটাই হল। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ সময়ে অধারাবাহিক থাকার কারণে আমরা অনেক অনেক বেশি পয়েন্ট হারিয়েছি।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি