ঢাকাদক্ষিণ থেকে ৩৮৫ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

ঢাকাদক্ষিণ থেকে ৩৮৫ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে ৩৮৫ বোতল বিদেশী মদ সহ এক পেশাদার মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির ইসলামপুর (কৃষ্ণপুর) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আলম মিয়া (৫০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর এএসপি কামরুজ্জামান ও এএসপি আফসান এর নেতৃত্বে একটি দল উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অফিসার চয়েজ ৩৮৫ বোতল মদ উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।