করোনার দায়মুক্তি সই নিয়ে জনসভার আয়োজন করছেন ট্রাম্প

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

করোনার দায়মুক্তি সই নিয়ে জনসভার আয়োজন করছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই নির্বাচনী প্রচারণা চালাতে জনসভার আয়োজন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আবার বলছেন, এই জনসভা থেকে কেউ করোনায় আক্রান্ত হলে তার দায় নেবেন না তিনি।

এজন্য কেউ যাতে পরে অভিযোগ জানাতে না পারে সেজন্য অংশগ্রহণকারীদের থেকে আগেভাগে দায়মুক্তিপত্রে স্বাক্ষর নিচ্ছে ট্রাম্পের প্রচারণা শিবির।

সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুকদের উদ্দেশে বলা হয়েছে, ‘এখানে রেজিস্ট্রার করার সঙ্গে আপনি স্বীকার করছেন, সমাবেশ থেকে কেউ করোনায় সংক্রমিত হলে ট্রাম্প বা তার কোনো অনুমোদিত পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, ঠিকাদার, বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এর জন্য দায়বদ্ধ থাকবে না।’

ট্রাম্পের ব্যক্তিগত ওয়েবসাইটে শুক্রবার এই বার্তা দেয়া হয়েছে।

আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমণ ২১ লাখ ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সেপ্টেম্বরেই মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

এসব নিয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথাব্যথা নেই। তিনি তার নির্বাচনী সভার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে তিনি বলেছিলেন, ‘আমেরিকায় মৃত্যু এক লাখের আশপাশে থেমে যাবে।’ তবে তা যে মিলবে না, তা এখনই বলে দিচ্ছে উচ্চ মহল। আপাতত মৃত্যু ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ