কোম্পানীগঞ্জে সাংবাদিক আবিদুর রহমানের পিতার দাফন সম্পন্ন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

কোম্পানীগঞ্জে সাংবাদিক আবিদুর রহমানের পিতার দাফন সম্পন্ন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও নিবাসী ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবিদুর রহমানের পিতা প্রবীণ মুরব্বী সিদ্দিকুর রহমান এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দক্ষিণ বুড়দেও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমদের ছোট ছেলে হাফিজ মো.আরিফুর রহমান। এর আগে বুধবার বিকাল সাড়ে ৫টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি আবু হানিফ খন্দকার,পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ জামাল,পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দীন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল, সহ সভাপতি মঈন উদ্দীন মিলন, প্রবীন মুরব্বী আব্দুল কাইয়ুম মাষ্টার,পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,মরহুমের জামাতা ইউ/পি সদস্য কামরুজ্জামান, ব্যবসাশী আবুল হোসেন, বাশার মিয়া, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ জামাল উদ্দীন,হাফিজুল হক, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আঃ জলিল, সাংবাদিক আলী হোসেন, রজন, মিয়া গিয়াস উদ্দিন, জামাল উদ্দীন, নুরুল মোক্তাদীন, প্রমুখ।