সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত আছে। আমরা আমাদের সাধ্যমত বানবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বানবাসীদের সার্বক্ষণিক খবরাখবর রাখছেন ।
বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি খায়রুল কবির রুমেনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় সুনামগঞ্জ পৌর এলাকার সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, হাসননগর, শান্তিবাগ এলাকায় এক হাজার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এতে সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক সহ সম্পাদক তানভীর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সফিকুর রহমান রনি, সাইফ, ফাহিম, রুবেল, জুয়েল, ফাহাদ, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি অকাল প্রয়াত সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর শহরের হাসননগরের বাসভবনে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি