গোলাপগঞ্জে প্রতারণা করে অর্থ আত্মসাৎ : সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

গোলাপগঞ্জে প্রতারণা করে অর্থ আত্মসাৎ : সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সরকারী খাস ভূমি নিজে মালিকানা দাবী করে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন শরফকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার বিকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত মো. ফরমান আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে একটি প্রতারণার মামলা (সিআর-২৪৮/২০১৯) রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।