জৈন্তাপুরে চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন স্কুলের উদ্বোধন

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

জৈন্তাপুরে চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন স্কুলের উদ্বোধন
 জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা এবং এটুআই এর কারিগরি সহযোগিতায় শুরু হয়েছে শিক্ষায় প্রযুক্তি নির্ভর কর্মসূচি। এর ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রথম বারের মতো আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে, আমার ঘরে, আমার স্কুল অনলাইন ক্লাস স্কুল কর্যক্রম। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩ ঘঠিকায় উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্তে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) ICT4E জেলা অম্বাসেডর আল আমিনুর রশিদ এর সঞ্চালনায়, অনলাইনে উক্ত কর্যক্রমের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেন স্যার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকন, ICT4E জেলা অম্বাসেডর সিলেট জেলা কমিটির সভাপতি, রাশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ময়নুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত্র ও আনন্দদায়ক করে তোলেন, এই কার্যক্রম এর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।