সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম অস্ত্র মোস্তাফিজুর রহমান।
অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছিলেন মোস্তাফিজ। এর পর তার কাটারে কাটা পড়েছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা।
তবে এবার আলোচনায় মোস্তাফিজ জুনিয়র। অনূর্ধ্ব-১৯ যুবদলের হয়ে তোপ দাগাচ্ছেন তিনি। এই খুদে মোস্তাফিজে স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বুধবার অনূর্ধ্ব-১৯ যুবদলের ট্রায়াল ম্যাচে জুনিয়র মোস্তাফিজ ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট।
মোস্তাফিজ জুনিয়রের পুরো নাম মোস্তাফিজুর রহমান রাব্বি। তাকে এখন মোস্তাফিজ জুনিয়র বলেই ডাকে সবাই।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আকবর আলীর দল। সেই লক্ষ্য সামনে রেখে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বিকেএসপিতে আয়োজন করা হচ্ছে বেশ কিছু ট্রায়াল ম্যাচ।
৪৫ ক্রিকেটারকে তিন ভাগে ভাগ করে বেশ কিছু ম্যাচ খেলা হবে। খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এখান থেকেই নির্বাচকরা বাছাই করবেন প্রাথমিক দল।
রোববার বিকেএসপিতে তিন দলের সিরিজের তৃতীয় ম্যাচে জুনিয়র মোস্তাফিজ মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলার হন।
নিজের এই সাফল্যের বিষয়ে এক ভিডিওবার্তায় জুনিয়র মোস্তাফিজ বলেন, ‘অনেক দিন পর ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চারটা উইকেট পেয়েছি। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি